সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যাত্রীবাহী কোচ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একই পরিবারের তিনজন আহত হয়েছে । ঘটনাস্থল স্থলে - সরজমিনে গিয়ে দেখা যায় আজ সকাল বারোটায় টায় পজেলার ঢাকা বগুড়া মহাসড়কের কামারপাড়া অচিন্ত্যভাটার সামনে ঢাকা থেকে বগুড়া গামী একতা...